📚জেনে নিন কিছু কথার বিপরীত প্রকাশ📚
১: অনেক ব্যথা লুকিয়ে থাকে এই কথায়।
(ঠিক আছে বা ইটস ওকে)
২: অনেক চাওয়া লুকিয়ে থাকে এই কথায়।
(থাক লাগবে না)
(ঠিক আছে বা ইটস ওকে)
২: অনেক চাওয়া লুকিয়ে থাকে এই কথায়।
(থাক লাগবে না)
৩: অনেক আবেদন লুকিয়ে থাকে এই কথায়। (তোমার ইচ্ছা)
৪: অনেক জানা লুকিয়ে থাকে এই কথায়।
(আমি কিছু জানি না)
৫: অনেক সাহায্যপ্রার্থনা লুকিয়ে থাকে এই কথায়।(আমার ক্ষতি হোক,,তাতে তোমার কি)
৬: অনেক ভালোবাসা লুকিয়ে থাকে এই কথায়।
(আমি তোমার কে?)
৭: অনেক সোহাগ লুকিয়ে থাকে এই কথায়।
(তুই ঘর থেকে বের হয়ে যা)
৮: অনেক অভিমান লুকিয়ে থাকে এই কথায়।
(আমি কিছু মনে করি নি)
৯: অনেক বাধা প্রদান লুকিয়ে থাকে এই কথায়।
(তোর যা মন চায়, কর গিয়া)
১০: অনেক সাহায্য প্রদান লুকিয়ে থাকে এই কথায়।
(আমাকে কিছু বলতে আসবি না)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন