ডিজিটাল কবিতা বাংলাদেশ || Digital Poetry Bangladesh
কোথা যাও নাচি নাচি..?
দাড়াও না একবার ভাই"
"ঐ ব্যাটা টাকা গোনে...
যাই তাহা আহরনে
দাঁড়াবার সময় তো নাই"
"মাস্তান !! মাস্তান !!
সাথে নিয়ে পোলাপান
কোথা যাও বলে যাও শুনি?"
"এখন না দিও বাধা
তুলিয়াছি বহু চাঁদা
নিজে নিজে ভাগ করে গুনি।'
পুলিশ ভাই !! পুলিশ ভাই !!
নিরাপত্তা কোথায় পাই
রাস্তায় চলা বড় দায়।"
ঐ চৌ রাস্তা মোড়ে
চেক পোষ্ট চেক করে।
জনপ্রতি একশ চাঁদা নগদ টাকা তুলি,
আমরা সবাই ইহাকেই নিরাপত্তা বলি।
___________পরিচয় গোপন
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন