ছেলেরাই বেশি ভালোবাসে এটাই তার প্রমান✏
এক ছেলে আর এক মেয়ে একে অপরকে খুব ভালোবাসত!!
ওরা প্রতিদিনই দেখা করতে একটি পার্কে যেত।
সব সময়ই মেয়েটি একদম ঠিক সময় পৌঁছে যেত
আর ছেলেটি কিছুক্ষন পরে পৌঁছাত।
কিন্তু মেয়েটি কখনওই ছেলেটিকে কিছু বলত না।
বরং মেয়েটি অপেক্ষা করতে থাকত।
একদিন ছেলেটি তাড়াতাড়ি পার্কে পৌঁছে গেল,
কিন্তু মেয়েটি তখনও আসেনি।
ছেলেটি মেয়েটির জন্য অনেক ক্ষন অপেক্ষা করার পর মেয়েটিকে আসতে না দেখে মেয়েটির প্রতি ছেলেটির খুব রাগ হল।
এবং সে রেগে গিয়ে মেয়েটির বাড়ি গেল। আর তারপর জানতে পারল যে,
মেয়েটির ব্লাড ক্যান্সার আছে আর মেয়েটি ৫-৬ দিন বাঁচবে।
তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো আর একটা চিঠি লিখে আত্মহত্যা করলো।
তোমরা জানো ঐ চিঠিতে কি লেখা ছিল???
চিঠির লেখা⤵
"তুমি সব সময় আমার থেকে আগে গিয়ে অপেক্ষা করতে, আজ আমি প্রথম তোমার আগে গিয়ে তোমার জন্যে অপেক্ষা করবো"
___সংগ্রহিত
ওরা প্রতিদিনই দেখা করতে একটি পার্কে যেত।
সব সময়ই মেয়েটি একদম ঠিক সময় পৌঁছে যেত
আর ছেলেটি কিছুক্ষন পরে পৌঁছাত।
কিন্তু মেয়েটি কখনওই ছেলেটিকে কিছু বলত না।
বরং মেয়েটি অপেক্ষা করতে থাকত।
একদিন ছেলেটি তাড়াতাড়ি পার্কে পৌঁছে গেল,
কিন্তু মেয়েটি তখনও আসেনি।
ছেলেটি মেয়েটির জন্য অনেক ক্ষন অপেক্ষা করার পর মেয়েটিকে আসতে না দেখে মেয়েটির প্রতি ছেলেটির খুব রাগ হল।
এবং সে রেগে গিয়ে মেয়েটির বাড়ি গেল। আর তারপর জানতে পারল যে,
মেয়েটির ব্লাড ক্যান্সার আছে আর মেয়েটি ৫-৬ দিন বাঁচবে।
তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো আর একটা চিঠি লিখে আত্মহত্যা করলো।
তোমরা জানো ঐ চিঠিতে কি লেখা ছিল???
চিঠির লেখা⤵
"তুমি সব সময় আমার থেকে আগে গিয়ে অপেক্ষা করতে, আজ আমি প্রথম তোমার আগে গিয়ে তোমার জন্যে অপেক্ষা করবো"
___সংগ্রহিত
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন