কালো ঘড়ির দাম কত? হাতে যত পাবে তত। লটারি কিন্তু নয়।
কাস্টমার : কালো ঘড়িটা কত ভাই ?
দোকানদার : ১৪,০০০ টাকা।
কাস্টমার : এটা কি ঘড়ির না গাড়ীর দাম?
দোকানদার : চৌদ্দ লক্ষ না চৌদ্দ হাজার বলছি।
কাস্টমার : লাস্ট কত পারবেন?
দোকানদার : আপনি মানুষ ভালো একদাম চৌদ্দশ (১৪০০) পারবো নিলে নিয়েনেন।
কাস্টমার : একদাম একশ চল্লিশ(১৪০) পারবেন?
দোকানদার : ঘড়ি কিনতে আইছেন না গাড়ী?
কাস্টমার : ঘড়ি কিনতেই তো এসেছিলাম ৷
দোকানদার : ১৪০ টাকা দিয়ে একটি খেলনার গাড়ী নিয়ে যাইয়েন।
(চলে যাচ্ছি এমন সময়.....!)
দোকানদার : ও ভাই এদিকে আসেন।
কাস্টমার : কেনো ডাকছেন আবার?
দোকানদার : এই নেন ঘড়ি দশ টাকা বাড়ায় দিয়েন।
চলে আসতেছি আর মনে মনে বলতেছি ১৪০
টাকা না বলে ১৪ টাকা বললেও হয়তো দিয়ে দিতো#ধেত্তুরি# বারবার ভুল করি।
যদি ১৪ টাকায় দিতো তাহলে ও আপসোস থাকতো।
এই বুজি "এমনি দেন" বললে হয়তো ফ্রি ই দিয়েদিতো!
বড়ই রহস্যময় এই হকার মার্কেটগুলো!
এখানে সবই সম্ভব!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন