Header Ads

Header ADS

জেনে নিন কোন টাকা তৈরি করতে কত টাকা প্রয়োজন।

অর্থনীতির প্রধান বাহন টাকা।
এই টাকা তৈরি করতেও প্রয়োজন মোটা অংকের টাকা।
মানুষের হাতে হাতে ঘোরে কাগজের তৈরি এ পণ্যটি
ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেঁড়ে, পোড়ে কিংবা রং পরিবর্তন করে।
ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে
তখন বাংলাদেশ ব্যাংক সেই সব টাকা পুড়িয়ে ফেলে।
এরপর নতুন করে সে টাকা ছাপতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে
★১ টাকার একটি কয়েন তৈরি করতে ৯৫ পয়সা খরচ হয়।
★২ টাকা কয়েনে ১ টাকা ২০ পয়সা খরচ হয়।
★৫ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ১ টাকা ৯৫ পয়সা।
কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট
★১ হাজার টাকার একটি নোট ছাপাতে প্রায় ৭ টাকা খরচ হয়।
★৫০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৬ টাকার মতো।
★১০০ টাকার নোট ছাপাতে খরচ পড়ে সাড়ে ৪ টাকা।
★৫০ টাকা ও ২০ টাকার একটি নোট ছাপাতে আড়াই টাকা,
★ ১০ টাকার নোট ছাপাতে ২ টাকা ২০ পয়সা এবং
★ ৫ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকার মতো।
আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগুজে নোটে পরিণত হওয়া
★২ টাকার নোট ছাপানোতে খরচ পড়ে দেড় টাকা।
তাই জনতা একটু সচেতন হলে অনেক খরচ বেঁচে যায় সরকারের!

সংগ্রহ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.