ছেলে মেয়েদের মধ্যে ছেলেরা দোষ করলে কি হয় আর মেয়েরা দোষ করলে কি হয়? জেনে নিন এমন সব প্রশ্নের উত্তর।
👨আর একটাছেলে যখন মেয়েদেরসাথেবন্ধুত্ব করে তখনছেলেটা হয় লুচ্ছা"প্লে বয়"
👩একটা মেয়ে যখনবাসের ধাক্কায়ছেলের গায়ে পড়ে তখন"আরে ঠিক আছে"
👨আরছেলেটা যদি মেয়েরগায়ে পড়ে তবে
নিশ্চয়ই "বদমতলব আছে"
👨একটা ছেলে যখনচুপচাপ থাকে তখন সে "বোকা"
👩আর মেয়েটা যখন চুপচাপথাকলে "ভদ্র"
👨একটা ছেলে যখন কাঁদেতখন সে "অর্ধ-নারী"
👩আর মেয়ে যখনকাঁদে তখন সে"আবেগপ্রবণ"
👨একটা ছেলে যখনকোনো মেয়েরস্বপ্ন ভেঙে তাকেছেড়ে চলে যায় তখনসে "লম্পট"
👩আর মেয়েটাবাবামায়ের কথা ভেবে যখন
ছেলেটারস্বপ্ন ভেঙে ছেলেটারজীবন নষ্টকরে অন্য কাউকেবিয়ে করে সে তখন"বাবা-মায়ের অনুগতসন্তান"
👨একটা মেয়ের পিছেঘুরলে ছেলেরা "এমনই"
👩আর মেয়েটাযখন ইশারায়প্রেমের ফাঁদ পাতে তখন "বুক ফাটে তো মুখ ফোটে না"
👨ছেলেরা মেয়েদের হয়েকথা বললে
নিশ্চয়ই "লাইন মারারতালে আছে"
👩আরমেয়েরা কথা বললে"জনদরদী"
🌶কালার টিভিতেযেটা "গাজর"
♨সাদা কালোটিভিতে সেটা "মুলা"
একটা মেয়ে আর একটা ছেলে যখন "ইয়ে" করে তখনআধুনিক ভাষায় এটার নাম"রোমান্স"
আর ইসলামের ভাষায় এটার নাম "নাফারমানি"।
প্রেম ভাঙ্গার পথে⤵⤵⤵⤵
★প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষমানুষ আসে।
সেই মানুষটি জীবনে এসে হয়অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয়গোছালো জীবনকে অগোছালো করে দেয়।
★একটি গাছে দুটি পাখি বেধে ছিল বাসা।
সে বাসাতে থাকবে বলে তাদের কত আসা।
হটাৎ এক দিন ঝৱ এসে ভেঙগে দিল বাসা।
সে দিন থেকে ভেঙ্গে গেল আমাৱ মনের আসা।
★এখন আর আমিএকা নই,
তুমি চলে গেছোতাতে কি হয়েছে?
তোমার দেওয়া কস্টগুলো এখন আমারঘুম হীন রাতের সঙ্গী।
★এমন কাও কে ভালবাসবে না,
যে ''ভালবাসা'' কি এটাই জানে না।
এমন কাউকে আপন করবে না,
যে তোমাকে আপন করবে না।
বন্ধু বানাও তাকে,
যে তোমাকে গুরুত্ব দিতে জানে।
ভালবাসার বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দুরে রাখা ভাল।
★একটা কথা রাখিস, যদি কখনো কান্না পায় আমায় একটুডাকিস।
হাসতে চাই না তোর সুখেতে, তোরদুখেতে কাঁদতে দিস।
দুখের দিনে মেঘলা মনেপড়বি যখন একলা হয়ে,আমায় একটু মনে করিস।
কেউ রবে না যখন পাশে দু'চোখযখন ঝাপসা হবে, আমায় তখন একটুডাকিস।
তোর চোখের জল টুকু মুছতে দিস।
★"প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেড়া নিষেধ"
তার পরও মানুষ ছিরে।
যদি ভালবাসার মাঝেও লেখা থাকতো।
"কারো মন ভাঙা নিষেধ"
তার পরও মানুষ ভাতাহলে পৃথিবীটা সত্যি অন্য রকম হত...
★অনেক দিন এর অভিমান ছিল,
রাত জেগে কথা হয়না।।
এক সাথে সকাল দেখা হযনা।।
অাজ অনেক কথা হল।।
তুই ফোন এর ওপার এ নেই।।
পাশে ছিল বালিশটা।।
অামার কথা বোঝেনি সে।।
কিন্তু অামার চোখ এর জল।।
সারা গাযে মেখেছে।।
★"তোমার হৃদয়টা যত ভয়ঙ্কর ভাবেই ভাঙ্গুক না কেন,
এই পৃথিবী তোমার দুঃখের জন্যে কোনোভাবেই দাঁড়াবে না!"
সে নিজের মত এগুতেই থাকবে।
★“তুমি তার জন্য কাঁদো কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা”।
★কাউকে না পেলে জীবন শেষ হয়ে যায়না!
কিন্তুকাউকে পেয়ে আবার হারালে
জীবনে আর কিছুই হারানোর বাকি থাকেনা!!
তাই আমি তোমাকে হারাতে চাইনা বন্ধু।।
★"গুডবাই" আমায় কষ্ট দেয়,
কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দেয় পুরনো স্মৃতিগুলো।
আমি সারা জীবন তোমায় মিস করবো।
মেয়েদের নিয়ে মাজার ধাধা⤵⤵⤵⤵⤵
প্রশ্নঃ মেয়েদের এমন কোন জিনিস যা আমরা খেতে পারি?
উত্তরঃ প্রশ্ন শুনে প্রথমে আমাদের মনে অশ্লীল ভাবনা আসলেও এটির উত্তর শুনলে আপনি তাজ্জব তো হবেনই, তাছাড়া বোকা হয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হল ঢ্যাঁড়শ। যা ইংরাজিতে আমরা lady finger বলে জানি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন