একটি অসাধারণ গল্প পরে দেখুন একটু।
একটি ২৪-২৫ বছর বয়সী ছেলে তার বাবার সাথে ট্রেনে করে ফিরছিল।
ছেলেটি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল।
হঠাত করে বলে উঠলো "বাবা দেখো গাছগুলো পেছনের দিকে সরে সরে যাচ্ছে"
বাবা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল।
আবার কিছুক্ষন পর ছেলে বলল, "বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে"
পাশে একজন ভদ্রলোক অনেকক্ষন ধরে দেখছিলেন।
এবার আর সামলাতে না পেরে বললেন, "আপনি আপনার ছেলেকে কোনো ভালো ডাক্তার দেখাচ্ছেন না কেন?"
লোকটি হেসে বলল, "তাইই করেছিলাম, আমার ছেলের ছোটবেলা থেকে চোখের দৃষ্টি ছিল না, ডাক্তার দেখানোর পর আজই দৃষ্টি ফিরে পেয়েছে"
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন