Header Ads

Header ADS

মনে রাখুন এই কয়টি মূল্যবান কথা | Remember these precious words

☞ বড় গাছ নড়ে কম।
☞ বড় মাছের কাঁটা কম।
☞ জ্ঞানী লোকের কথা কম।
☞ গুণী লোকের কদর কম।
☞ মরা নদীর পানি কম।
☞ রাগী লোকের ধৈর্য্য কম।
☞ সুস্থ লোকে খায় কম।
☞ মূর্খ লোকের আক্কেল কম।
☞ নিষ্ঠুর লোকের মায়া কম ।
☞ শিশুদের হিংসা কম।
☞ সৎ লোকের বন্ধু কম।
☞ নিঃশ্বাসের বিশ্বাস কম।
☞ ভাল কথায় শুভেচ্ছা কম।
☞ সত্য কথায় বিশ্বাস কম।
☞ আমল করার লোক কম।
☞ শয়তান লোকের লজ্জা কম।


�──��������──�
�──��������──�
�──��������──�
�──��������──�
�──��������──�
�──��������──�
�──��������──�

◆ কিছু বলার আগে- শুনুন।
◆ কিছু করে ফেলার আগে-ভাবুন।
◆ কিছু ব্যয় করারআগে- কিছু আয় করুন।
◆ কারো সমালোচনা করার আগে-অপেক্ষা করুন।
◆ প্রার্থনা করার আগে-ক্ষমা করুন।
◆ হালছেড়ে দেওয়ার আগে-আরেকবার চেষ্টা করুন।
◆ মৃত্যুবরণ করার পূর্বে- ঈমানঠিক করুন।
◆ পরিক্ষা দেওয়ার আগে-একটু পড়ুন।



📍বাস্তব জীবনের কিছু জ্ঞান মূলক কিছু উক্তি📍

★সব মানুষই প্রেমে পড়ে।
কেউ প্রকাশ করে,কেউলুকিয়ে রাখে।
প্রেম ভালোবাসা থেকেএ জগতে কেউইদূরে থাকতে পারে না।


★সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো।
সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো,যার অতীত ভালো।
________ রবীন্দ্রনাথ ঠাকুর


★সব শিয়ালই মুরগির স্বাধীনতা চায়,
যেন অবাধে তারা মুরগি খেতে পারে।
তেমনি সকল খারাপ লোকেরাই রাস্তায় নারীর স্বাধীনতা চায়,
যেন অবাধে তারা খারাপীর মাএা বাড়িয়ে দিতে পারে।
পর্দাই মেয়েদের আসল নিরাপদ থাকার স্থান। ঝিনুকের ভিতরে মুক্তা যেমন নিরাপদ থাকে, তেমনি নারীরা পর্দায় নিরাপদ থাকে।


★শত্রুকে যদি একবারভয় করো,
তবে বন্ধুকে অন্ততদশবার ভয় করো।
কারণ বন্ধু যদি কোন সময়শত্রু হয়, তবে সে হবে সবচেয়ে নিষ্ঠুরতমশত্রু।


★মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে।


★সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে,
খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।


★মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়?
কারণ, যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন!
সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।


★যে তোমায় সত্যিকারভাবে ভালোবাসে,
সে শত দুঃখ কষ্ট সহ্য করেই তোমার পাশে থাকবে,
তাকে বেঁধে রাখতে অন্য কোন কিছুর প্রয়োজন নেই,
তোমার ভালোবাসাই সেক্ষেত্রে যথেষ্ট।
আর যদি ভালো না বাসে, তাহলে কোন কিছুর বিনিময়ে তুমি তাকে ধরে রাখতে পারবে না।


★যে যেতে চায় তাকে যেতে দাও,
আটকিয়ে রাখার চেষ্টা করো না।
আটকালেই সে ভাববে তাকে ছাড়া তোমার কোন গতি নেই, তুমি অচল।
যে তোমার মুল্য বোঝে না, তাকে আটকে রাখার কোন দরকার নেই।
এড়িয়ে চল খুশি থাকো।
এড়িয়ে চলার মাঝে ও একটা ছোট্ট মজা আছে।
বিশ্বাস না করলে একবার ট্রাই করেই দেখো।


★যাদের তোমার জীবনের অংশ হওয়ার জন্যে প্রয়োজনীয় যোগ্যতাটুকু নেই,
তাদের জন্যে মাথায় চাপ নেওয়ার মতন সময় কি সত্যিই তোমার কাছে আছে?
মনে রেখো জীবন কিন্তু খুব ছোট একটা সময়।
একবার ভুল করলে দ্বিতীয় বার সুযোগ নাও পেতে পারো।


★যখন তুমি কোন ভুল করে ফেল,
তখন সেই ভুলের পিছনে বেশি সময় ব্যায় করো না।
ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও।
ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভুলে থাকা যায়।
ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে,
যা কিছু করার এখনই সময়।


★ইঁদুর যেমন করে সবকিছু কেটে নষ্ট করে ফেলে,
তেমনই ভাবেই আমাদের দলে কিছু স্বার্থবাদী অশুভ লোক আছে যারা দলটাকে ভেতর থেকে কুরে কুরে খেয়ে নিচ্ছে।
সেই ইঁদুর মার্কা গুলোকে detect না করতে পারলে আমাদের দলটা কোনদিন উন্নতি করতে পারবে না।
______আসাদ




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.