আইনের কিছু গোপন কথা যা সবার জেনে রাখা উচিত।
কিছু প্রয়োজনীয় আইন যা সবার জেনে রাখা উচিত:
১) সর্বসমক্ষে কিস করা বা হাগ করাটা কোনো অপরাধ নয়!
২) মহিলাদের সূর্যাস্তের পূর্বে গ্রেপ্তার করা যায়, সূর্যাস্তের পর না!
৩) তুমি আইনগত সাহায্য পাওয়ার যোগ্য যদি তোমার সামর্থ্য নাও থাকে!
৪) ঘুষ এবং পন নেওয়া বা চাওয়া যত বড় অপরাধ,দেওয়া বা দিতে চাওয়াটাও ততই বড় অপরাধ!
৫) পুলিস কখনই তোমার স্বীকারোক্তি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে না!
৬) একজন মহিলাকে গ্রেপ্তার করার জন্যে মহিলা কনস্টেবলের উপস্থিতি প্রয়োজন। তাকে সারাক্ষন পুলিশ স্টেশনে থাকতে হবে!
৭) ধর্ষণ এবং শ্লীলতাহানির শিকার যারা তারা নিজেদের পরিচয় গোপন রাখতে পারে।
এবং তাদের্কে পুলিশ কখনই জবানবন্দী নেওয়ার জন্যে পুলিশ স্টেশনে আসতে জের করতে পারে না!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন