Header Ads

Header ADS

মেয়েদের কাছে খোলা চিঠি সব মেয়েদের জানা দরকার।

মেয়েদের কাছে প্রশ্ন:
ভালো ছেলে বলতে কি বোঝো?
মেয়েদের উত্তর:
যে ছেলে কোনো মেয়েকে ডিস্টার্ব  করে নাই,
যে ছেলে কোনো মেয়ের সাথে কথা  বলে নাই,
যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়  নাই,
যে ছেলে কোনো মেয়েদের কে বন্ধু  বানায় নাই,
যে ছেলে কোনো মেয়ের প্রেমে  পরেনাই,
এমন ছেলেই ভালো ছেলে।
আচ্ছা, যে ছেলে এখন পর্যন্ত মেয়েদেরকে ডিস্টার্ব করে নাই, কথা বলে নাই, তাকায় নাই, কোনো মেয়েকে বন্ধু বানায় নাই, মেয়েদের প্রেমে পরে নাই।
তাহলে ""তুমি এত আত্মবিশ্বাস পেলে কোথায় সে তোমার প্রেমে  পরবে""
উপদেশঃ তার চেয়ে ভালো যারা এইসবের মধ্যে আছে তাদের কাছে যাও, কারন তুমিও তাদের দলের একজন।
বিঃদ্রঃ সত্যি কথা বলতে ছেলেদেরকে বিরক্ত করা মেয়েদের একটা ছোট্ট স্বভাব, যা নবী-রাসুলদের আমল থেকেই আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.