মুখে শিকার করুক আর নাই করুক জিয়ার কাছে চিররিনি হাসিনা
মুখে শিকার করুক অার না করুক শেখহাসিনার রাজনৈতিক অভিবাবক জিয়াউর রহমান।
হাসিনা বুবু অাপনার বাবা মারাযাওয়ার পর দেশের বারোটা বাজিয়ে দিয়েছিলো অাপনার বাবার ঘনিষ্ঠ জনরা সেদিন অাপনি কোথায় ছিলে? অাপনার বাবা তো মরেছে ১৫ অাগস্ট জিয়া তো খমতায় অাসছিলো ৭ নভেম্বরের পরে তার পরেও অাপনার এতো হিংসা কেনো? অাপনি কিংবা অাপনার দলের বর ধরনের নেতা পালিয়ে কোথায় ছিলা? জিয়ার নামে এতো বেশি গিবত করেন কেনো? অাপনি বলুন জিয়া হাল না ধরলে কে হাল ধরলে অাপনি খুশি হতেন? জিয়া তো অাপনার কোন খতি করেনায় অাপনাকে দেশে অাসতে দিয়ে বাংলাদেশে অাসতে দিয়ে কি জিয়া ভুল করেছে?
জিয়া দেশকে স্বাধীনতার ডাক দিয়ে নিজে যুদ্ধ করে দেশ কে স্বধীন করে দিয়ে অাপনার বাবাকে দেশে ফিরিয়ে এনে দিয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন। খমতার লোভ দেখায় নি। জিয়া এনে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা অাপনা বাবা পেয়েছে খমতা তার পরেও বুবু অাপনার এখোন এতো লাগে কেন?
(মোস্তাক গং)অাপনারবাবা কে কারা মেরেছে তারা অাপনাদের ঘনিষ্ঠ লোক অাপনার দলের লোকেই তো তাদের কে স্বাগত জানিয়েছে সপথ পাঠ করিয়েছে৷ তারাতো জিয়াকে তো তারা বন্দি করেছিলো সিপাহি জনতা জিয়াকে ভালোবেসে বিপ্লব ঘটিয়ে জিয়াকে মুক্তকরে খমতার কেন্দ্রে বসায় যদি জিয়া খমতায় না বসতো হয়তো কোন দল রাজনৈতিক ভাবে অগ্রসার হতো না হয় অাবার পরাধীন হয়ে যেতো। বুবু অাপনার বাংলাদেশের মুখ দেখা লাগতো না বুবু সমায় এখোনো অাছে জনগের কাছে মাপ চান জনগন মাপ করতে পারে।
জিয়া পরিবার নিয়া বুবু অার অযথা গাল মন্দ কইরেন না দেশের জনগন জানে জিয়া পরিবার বাংলাদেশের জন্য অার্শিবাদ।
৭১ সালে দিশেহারা জাতির নাবিক ছিলো জিয়া,৭৫ সালে ১৫ অাগস্ট এর পর দিশাহারা জাতির অভিবাবক ছিলো জিয়া ৯০ এর দিশেহারা জাতির অভিবাবক ছিলো জিয়াপরিবারের একজন তিনি খালোদা জিয়া এখোন দেশ হায়না ও মোনাফেকের কবলে দেশ ভারতের নিয়ান্তনে এই অভিসাপ থেকে মুক্তকরার লরাই করছে খালেদা জিয়া হাসিনা বুবু অাপনার ইতিহাস লুটপাট অার দেশবিক্রির চুক্তি ।
হাসিনা বুবু বলতে পারোন অাপনার কোন খেত্রে অবদান অাছে?
বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটিয়েছে জিয়া খালকেটে পানির ব্যাবস্থা করেছে জিয়া৷ বাংলাদেশে গার্মেন্টস শিল্পো চালুকরেছে জিয়া যেখানে ভরকরে অামরা মধ্যম অায়ের দেশের সপ্নদেখি।
হাসিনা বুবু দেশের মানুষ সবকিছু বুজে যত নাটক করো জনগনের কাছে ততো ক্লিয়ার অাপনার নাটক ভাবছো জনগন অাপনাকেকিছু বলেনা তাই না বলবে জনগন অাপনাকে সম্নান করে না অাপনার বাবাকে সম্নান দেখানোর জন্য অাপনাকে কিছুবলেনা তবে মনে রাখবেন বুবু অাপনি চিরো অমর হতে পারবেনা অাপনার নাম ও কেউ নিবেনা এমন কি অাপনার দলের লোকেও।
অাপনার অপরাজনৈতিক সংস্কৃতি অাপনার পরিবারের জন্যে একসমায় অভিশাপ হয়ে দারাবে।
কিছু লোকে বলে অাপনি নাকি খুব রাজনিতী বুজেন তার মনে এই না বিরোধী মত দমন করে দেশ পরিচালনা করা রাজনৈতিক ভাবে রাজিতীর পরিচয় না।
জনগনের অাস্থা অর্জন করে দেশ পরিচালনা করা হচ্ছে রাজনিতী।
অাবেগ নয় বিবেকের কাছে প্রশ্ন রাখুন কোনটি সঠিক কোনটি বেঠিক????
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন