কিভাবে বিটকয়েন একাউন্ট তৈরি করবেন।
একাউন্ট তৈরি/ওপেন করা খুব সহজ। প্রথমত আমার এই টিউন ভালভাবে পড়ে নিন। অতপর টিউনের টিউটোরিয়াল অনুসরন করে বাকি কাজ করলেই হবে।
১। প্রথমে https://www.coinbase.com/ এ যান।
২। Get started এ ক্লিক করুন।
৩। এখানে,
(A) First Name স্থানে আপনার নামের প্রথন অংশ দিন,
(B) Last Name স্থানে আপনার নামের শেষের দিন।
(C) Email এর বক্সে আপনার বৈধ ই-মেইল অ্যাড্রেস দিন।
(D) Password এর বক্সে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিন।
(E) ◻ I certify that I am 18 years এর সামনে খালি বক্সে একটি টিক মার্ক দিন।
সব গুলো পূর্ন করার পার ঠিক এই রকম আসবে।(F) Create account বাটনে ক্লিক করুন।৪। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে। আপনার ইমেইল অ্যাড্রেসে যান।
আপনার ই-মেইলে একটা মেইল পাঠাবে Coinbase থেকে। সেখান থেকে Verify Account এ ক্লিক করুন।
এরপর এই সাইটে পূনরায় প্রবেশ করেতে লগইন করুন।
আপনার ইমেইল ও পাসওয়ার্ড দ্বারা (রেজিস্টেশন: করার সময়ে যেসব তথ্য ব্যবহার করেছিলেন) যদি লগইন করতে পারেন তাহলে বুঝবেন সঠিকভাবে একাউন্টটি তৈরি করতে পেরেছেন।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন