Header Ads

Header ADS

🌼একটি রিচার্সে দেখলাম,চরমোনাই পীরসাহেরা কেমন জ্ঞানী! কি শিখে তারা।

👉যা জানে!/ যা জানে না
>>>>>>
📚রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সটিক জানে না।

📚অর্থনীতি কাকে বলে সটিক জানে না।

📚রাষ্ট্রনীতি কাকে বলে ওরা তা জানে না।

📚পদার্থ বিজ্ঞান কাকে বলে তা জানে না।

📚জীববিজ্ঞান কাকে বলে জানে না।

📚হিসাব বিজ্ঞান কি, সেটা জানে না।

📚ইংলিশ পড়তে কাপুনি ছুটে!

📚 পি এইচ ডি কি?  জানে না !

📚বি,সি,এস ক্যাডার কাকে বলে জানে না!

তারা নাকি রাজনীতি করবো😝
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

👉ওরা যা জানে! যা শিখছে
    (১২৬ তরিকার সুত্র:)

😜 মানচুর হাল্লাজের কিচ্চা,
😝 রাঙ্গামাটির চোরমোনাই পা ধরে মুরিত হইছে।
😋সাপ মুরিদ হইছে, কিচ্চা!
😒 আফ্রিকার জঙ্গলে তরিকতের  মিলন মেলা।
😌পেয়াঁজে জিকির করে।
😒বেগুন গাছে মাইক বেঁধে বেগুন কে ওয়াজ শুনিয়ে জিকির করা।
😌সুন্দরবনের মধুর কিচ্চা।
😋বাইম মাছের কিচ্চা।
😁কুত্তার কিচ্চা।
------------------------------------
ওদের অপপ্রচারের তরিকা।

🔴আল্লামা মওদুদী  ভালা না, ও কাফের
🔴আল্লামা সাঈদি ভালা না।
🔴মিজানুর রহমান আযহারি কাফের!
🔴ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল!
🔴এরদোগান ইহুদির খ্রীষ্টানের দালাল।

শুধু আমার বাবা ভালা, দাদা ভালা, কেউ কোরআন হাদিস বুঝে না,  শুধু আমরা বুঝি😆

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
 ((কোরআন হাদিসে আযাত, নম্বার,  দলিল দিতে পারে না।)

ওদের দলিল  হল এভাবে।

🎅 দাদা হুজুর কইছে!
🎅 আব্বা হুজুর কইছে!
🎅 উজানি পির কইছে!
🎅 রশিদ আহমদ গাংগুহি কইছে!
🎅ভেদে মারেফতে লিখছে!
🎅 এক মুরিদ স্বপ্নে দেখেছে!

★★★★★★★★★★★★★★
ওদের টপিক

🎤 আমিন  জোরে বলা জায়েজ /না আস্তে বলা জায়েজ! 
🎤 ইল্লাল্লাহ ( আল্লাহ ছাড়া) জিকির  জায়েজ!
🎤বাঁশের উপর বান্দর নাচ সটিক! এটা
 মাওলার খেলা।
🎤 

😁😁😁😁😁😁
বিশেষ বাণী

😱এখন যদি কোরআন নাজিল হতো তাহলে কোরআনে আমার বাপদাদার নাম থাকতো। (ফয়জুল করিম)
😱আল্লাহর আন্দাজ নাই, 
😱হাতপাখায় ভোট না দিলে গুনা হবে।
😱হাতপাখায় ভোট দিলে আল্লাহর নবী পাবে।

এমন কোন মুরিত আছে যে আমার কথা মিথ্যা প্রমান করবে??

Attention please.....আসসালামু আলাইকুম🌻

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ।🌹আজ আপনাদের সামনে হাজির  হয়েছি একটা অনুরোধ নিয়ে 🙏 আশা করতে পারি আপনারা আমাকে সাহায্য করবেন 

👉 রাসুল (সাঃ) বলেছেন প্রচার কর,তা যদি একটি মাত্র আয়াতও হয়~{সহীহ্ বুখারী:-৩৪৬১।

⏩রাসুল (সাঃ) বলেছেন কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
⏩যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?
সূরা, হা -মীম সেজদাহ 33)
⏩এ কুরআনের ও হাদিস  অনুযায়ী আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মহান আল্লাহ প্রদত্ত ঐশি বানীর  ও মানবজাতীর  সমাধানের জন্য 'দ্বীন, ইসলাম প্রচার করা'। যে উদ্দেশ্যে কে কেন্দ্র করে আল্লাহপাক নবী-রাসূলগণদের প্রেরন করছেন।

👉  আমরা একটা ইসলামিক দাওয়া গ্রুপ খুলেছি শ্রদ্ধেয় ভাই ও বোনেরা আপনারা একমাত্র দাওয়ার নিয়তে  নানান তথ্য পেতে এবং দিতে জানতে এবং জানাতে শিখতে এবং শিখাতে আপনারা  জয়েন করুন আমাদের এই গ্রুপে এবং আপনাদের বন্ধুদের ইনভাইট করূন আমাদের এই ছোট গ্রুপকে বড় হতে সাহায্য করুন  ধন্যবাদ ।জাজাকাল্লাহু খায়রান 💝।
www.facebook.com/asad.support  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.