Header Ads

Header ADS

কেনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে?

শেখ মুজিবের খুনি মাজেদের ফাঁসি তো দেওয়া শেষ তবে কিছু প্রশ্ন রয়ে গেল.!! মাজেদ কে ফাঁসি দেওয়ার আগে তার ভিডিও ফুটেজ নেওয়ার দরকার ছিল,

মাজেদ তার নিজ মুখে শিকার করেছে, রাষ্ট্রপ্রতি মজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। মাজেদকে মিডিয়ার সামনে লাইভে জিজ্ঞাস করা উচিৎ ছিলো সরকারের এই সাহস টুকু দেখানোর উচিত ছিল।
কেনো হত্যা করা হয়েছে?
কি অপরাধে হত্যা করা হয়েছে?
কে বা কাহারা জরিতো ছিল?
তাহলে জনগন বুঝতে পারতো ভুলটা কার ছিলো। তা তো কখনই  করতেন না সরকার।
সরকার জানে কেঁচো খুজতে গেলে নিশ্চয়ই সাপ বেঁরিয়ে আসবে! তাতে জনগণ সত্য ঘটনা জেনে যাবে। 

মাজেদ বঙ্গববন্ধু কে কেন হত্যা করছে তার সঠিক ব্যাখা তার মুখ থেকে শুনতে চাইছিল জনতা। মাজেদ নিজেও সেই ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত ছিলো, এর কারনেই অল্প সময়ের মধ্যে তাকে শেষ করার উদ্ধেগ।
১৯৭১ থেকে ১৯৭৫ সালে কি কি ঘটছে তা জনগন জানতে চেয়েছিল?

যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, 
তাকেই কেনো মারলো দেশের সেনাবাহিনীই! উনি একজন মুক্তিযোদ্ধা, তথাকথিত আরো যতজনকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, সবাই ছিলো মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন। তারা একজন মুক্তিযোদ্ধা হয়ে শেখ মুজিবের মত মানুষকে কেনো হত্যা করল?
ঠিকমত জানাযা ও গোসল করাতেও দিলো না! কি ছিলো তার অপরাধ? 

আমরা মাজেদের মুখ থেকে সরাসরি আসল ঘটনা শুনতে চেয়ে ছিলাম। 

প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তা হল না, প্রশ্ন রয়েই গেল, রহস্য থেকে যায়, জানার ইচ্ছা রয়ে যায়... 
কি ঘটেছিল ঐসময়ে? প্রশ্নবিদ্ধ গোটা বাংলার জাতি!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.