ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কেন এত তারাতাড়ি দেওয়া হলো?
এখন কি উল্লাস করার সময়?
এখনও আবরার হত্যার বিচার হয়নি!
এখনও নুসরাত হত্যার বিচার হয়নি!
এখনও তনু হত্যার বিচার হয়নি!
এখনও নজরুল হত্যার বিচার হয়নি!
এখনও কোন ধর্ষকের বিচার হয়নি!
এখনও দুর্নীতিবাজদের বিচার হয়নি!
এখনও আপনার মত হাজারো বাবার খুনিদের বিচার হয় নি!
এরক হাজার হাজার আলোচিত হত্যা- অপরাধের বিচায় হয়নি তবে কেন মুজিব হত্যার বিচারের জন্যে এত তড়িঘড়ি???
নাকি নিজে মরে যাওয়ার ভয়ে তড়িঘড়ি করে ফাঁসী দিয়ে দিলেন??
★দেশ প্রেম বলতে এই নয় যে বিশেষ দলের শ্লোগান দিয়ে শেখের ছবিতে ফুলদিয়ে পূজা করে জনগণের সম্পদ নিয়ে হোলিখেলা বরং দেশপ্রেম হল নিজের স্বার্থ কে বিলীন করে জনগণের জন্য কাজ করা।
৪৫ বছর আগের হত্যার বিচার করতে পারেন কিন্তু ৪৫ দিন আগের ঘটনাগুলোর বিচার করতে পারেন না কেন?
বাংলাদেশে কি এইপর্যন্ত শুধু আপনার বাবা হত্যা হয়েছে?
আর কাউকে হত্যা করা হয়নি?
শুধু একজনের বিচার করবেন বাকিদের বিচার হবে না কেন?
নাকি বাকিরা কেউ মানুষ না শুধু আপনার বাবা-ই মানুষ!?
আদালত কি শুধু মুজিবের বিচার কারার জন্যে তৈরি হয়েছে?
নিউসঃ গতকাল রাতে বঙ্গবন্ধুকে হত্যার অপরাধে ক্যাপ্টেন আব্দুল মাজেদ কে ফাসী দেওয়া হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন