Header Ads

Header ADS

ডিভোর্সি নারী 🆚 জান্নাতি পরী।

ডিভোর্সি মেয়েকে বিয়া করা কোন পাপ নয়। এমন কাউকে বিয়ে করা অনেক ভাগ্যের ব্যাপার। 
এদের কেউ ভালোবসতে বা বিয়ে করতে চায় না।
কেন জানেন... কেননা "ডিভোর্স" হওয়া মেয়েদেরকে আমরা এবং আমাদের সমাজে সবাই অন্য এক দৃষ্টি-ভঙ্গী তে দেখি।
দেখার ভঙ্গিতে মনে হয় তারা অন্য গ্রহের কোনো আজব প্রানী আর বলি সে কুলক্ষী।
কিন্তু কেন?
👉 সে কি সংসার জীবনটা বুঝে না?
💯 সাধারণ মেয়েদের চেয়ে সে সংসার জীবনটা ভালো বুঝে।

👉 তার ছেলে বা মেয়ে আছে বলে তাকে কি বিয়ে করা যাবে না?
💯 আরে ভাই হউক সন্তান অন্য কারো তাই বলে কি সেই সন্তান বাবা শব্দটা উচ্চারণ করতে পারবে না? বাবা না হয়ে বাবা ডাকটা শোনা সবার ভাগ্যে থাকেনা।

👉 সবার  একটাই কথা... 
👉 মেয়েটা তো কুমারী নয়?
💯 আজব কথা তো কুমারী হওয়াটা কি খুব প্রয়োজন, আচ্ছা আপনি যদি অন্য কাউকে বিয়ে করেন সেই মেয়েটা কুমারী হবে এতটা নিশ্চিত আপনি হলেন কিভাবে, অতএব কুমারী হওয়া জরুরি নয়, জীবনটা সুখের হওয়া জরুরি।

👉 সে কি আপনাকে অন্য মেয়ের মত সুখে রাখতে পারবে না..?
যারা কষ্ট পায় তাদের মত করে সুখে আপনাকে কেউ রাখতে পারবে না...
তাদেরকে অভিশাপ নয়, আশির্বাদ মনে করুন।
তাদের ও আমাদের মত ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে।

👉 বেশির ভাগ মেয়ের ডিভোর্স হয় কেন জানেন..?
বিয়ে হওয়ার পর বিভিন্ন কারণে শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে পছন্দ করে না,
বাড়ী থেকে টাকা আনার জন্য চাপ দেয়।ঠিক এরপর থেকে... মেয়েটা একটু এমন...একটু তেমন... এইটা করে... ওইটা করে...হ্যান-ত্যান... নানা রকম বাক্যে মেয়েকে  বিশ্লেষণ করা হয় প্রতিনিয়িত... একপর্যায়ে সে সবার কাছে খারাপ হয়ে যায়।

🤔 "ডিভোর্স '' দিয়ে ছেলেটা আরেকটা বিয়ে করে নিলো,
আর মেয়েটা হয়ে গেলো খারাপ। কেননা সবাই বলে হয়ত মেয়ে ভালো ছিল না তাই ডিভোর্স হয়েছে। কিন্তু এটা জানার চেষ্টা করে না কেনো মেয়েটার এই উপাধি পেতে হল.......

😢 সদ্য বিধবা মেয়েটার স্বামী মারা গেছে, আর  মেয়েটা হয়ে গেলো খারাপ..🤔
কেননা মেয়েটা হয়ত কুলক্ষী ছিল তাই স্বামী মারা গেছে। কিন্তু আমরা এটা বুঝি না যে বাঁচা মরা সব আল্লাহর হাতে। এতে কারো হাত নেই।

👉 তাহলে সে কুলক্ষী হয় কেমনে..?
👉 এই কাজগুলো কি সে নিজ থেকে করছে..?
👉 এক হাতে তালি বাজে না... 
👉 সে এমন হয়ত এমন কষ্টে ছিল যে তার এটা ছাড়া উপায় ছিল না... 
👉 কেউ নিজ থেকে এই অভিশাপ বয়ে বেড়াতে চায় না... 
👉 ডিভোর্স হলেই একটা মেয়ে খারাপ হয়ে যায় না....

আমাদের সমাজে এখনো এক শ্রেণীর মানুষ আছে, যাদের নিজেদের নেই কোনো ঠিকঠিকানা,
আবার সমালোচনা করে অন্যের ঘরের মেয়েদের নিয়ে!... তারা কখনো এইটুকুই ও বিবেচনা করেনা যে যাকে নিয়ে তারা সমালোচনা করে তারা যদি উনাদের নিজের মেয়ে / বোন হতো? তাহলে কি তারা পারতো তাদের নিয়ে সমালোচনা করতে?.. 

আমার দৃষ্টিতে একটা নারী কখনোই খারাপ হতে পারেনা। কারণ একটা নারী হয়তো কারো মা, অথবা কারো বোন।

হ্যা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে.
যে আমি একটা পুরুষ হইয়ে কেনো নারীদের নিয়ে এতো লিখালিখি করছি?
উত্তরে এইটুকুই বলতে চাই,
ভুলে যাবেন না, প্রতিটা মানুষের অন্তরেই কিন্তু খোদা বিরাজ করেন। হোক সে নারী, কিংবা পুরুষ।

সুতরাং পরিশেষে সবাইকে এইটুকুই বলতে চাই, একটা নারীর রূপের বাহার,
কিংবা তার দেহের সৌন্দর্য, কিংবা তাদের ভার্জিনিটি না খুজে তাদের অন্তরকে বুঝুন, তাদের মনকে একটু বুঝার চেষ্টা করুন?
দেখবেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন আপনিই হবেন।

👉 চিন্তাভাবনা পরিবর্তন করুন না হলে জীবনে সুখের দেখা কখনোই পাবেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.