বাঙ্গালীদের কেন বুদ্ধিমান উপাধি দিলো আমেরিকার || শিক্ষা || গল্প ||
সাগরে নৌকা নিয়ে ঘুরতেছে এক
আমেরিকান, এক পাকিস্তানী আর এক
বাংলাদেশী।
"
"
"
"
হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে
এল। দৈত্য প্রচন্ড রাগী কন্ঠে বললঃ
তোরা অনুমতি ছাড়াই আমার
এলাকায় ঢুকেছিস।
এখন আমি তোদের মেরে ফেলব!
.
ওরা তো ভয়ে হাউ-মাউ করে কাঁদতে
লাগল। ওদের কান্নায় দৈত্যের মন
কিছুটা নরম হল।
দৈত্য বললঃ ঠিক আছে, তোদের একটা চান্স
দিচ্ছি। তোরা কোন কিছু সাগরের পানিতে ফেলে দিবি।
যদি আমি সেটা তুলে আনতে পারি
তাহলে তোদের মেরে ফেলব। আর যদি না তুলে আনতে না পারি ছেড়ে দেব।
.
আমেরিকান লোকটি বন্দুকের একটা
বুলেট পানিতে ফেলল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর আমেরিকান লোকটিকে মেরে ফেলল।
.
এবার পাকিস্তানের লোকটি একটা সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনল, আর পাকিস্তানী কে মেরে ফেলল।
.
এবার বাংলাদেশী লোকটির পালা। সে প্যান্টের চেন খুলে সাগরে-হিস্যু করে দিলো😁। এখন ঠেলা সামলাও, এবার বুঝো বাঙ্গালি কি জিনিস?
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন