কে এই বেগম খালেদা জিয়া- নতুন প্রজন্মের জানা উচিত। এটা বহু সংগ্রামী মহীয়সী নারীর জীবনীকে হার মানায়।।
👉তিনি একজন প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রী।
👉তিনি সার্ক এর প্রতিষ্ঠাতার স্ত্রী।
👉তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী।
👉তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী।
👉তিনি একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী!
👉তিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী !
👉তিনি দুইবার সংসদের প্রধান বিরোধীদলীয় নেত্রী !
👉তিনি বাংলাদেশের প্রথম ফাস্টলেডি!
❌যে রেকর্ড ভাঙার সাধ্য কারো নেই !
👉তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী!॥
❌যে রেকর্ড ভাঙার সাধ্য কারো নেই !
👉তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ।
❌এই রেকর্ডও ভাঙার সাধ্য কারো নেই !
👉স্বামী ছিলেন প্রেসিডেন্ট আর স্ত্রী অর্থাৎ
❌তিনি ছিলেন প্রধানমন্ত্রী এই couple record
বাংলাদেশে আর কারো নেই! এটা এখনো পর্যন্ত বেগম জিয়ার দখলে !
👉তিনি ৯১, ৯৬ ও ২০০১ সালে প্রতিটি নির্বাচনে পাঁচটি
করে সিটে দাঁড়িয়েছেন এবং প্রতিবার পাঁচটিতেই
জিতেছেন! এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি !
👉২০০৮ সালে মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকার বেগম
জিয়াকে টার্গেট করে পাঁচ সিটে দাঁড়ানো যাবে না,
সর্বোচ্চ তিন সিটে দাঁড়ানো যাবে আইন করলে
বেগম জিয়া তিন সিটে দাঁড়ান এবং তিন সিটি জয় লাভ
করেন। তিনিই বাংলাদেশে একমাত্র আপোষহীন নেত্রী…….. যিনি সেবা দাসী বা আপোষ কাকে বলে সেই শব্দ তাঁর অভিধানে নেই ! এই রেকর্ড বাংলাদেশে বেগম জিয়া আর ভাসানী ছাড়া আর কারো নেই !!
👉আভিজাত্যের ছোঁয়ায় লালিত হয়েও তিনি ছিলেন
গণমুখী ও দেশ দরদী তাঁর ব্যক্তি জনপ্রিয়তা
সব সময়ই ছিল তুঙ্গে যার ধারে কাছে এখনো
কেউ যেতে পারে নি একমাত্র শহীদ জিয়া ছাড়া !
👉তিনিই বাংলাদেশে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি চার চার বার বন্দি হয়েছেন, একবার পাকিস্তান সরকার-
দ্বিতীয়বার এরশাদ সরকার তৃতীয়বার মঈনুদ্দিন /
ফখরুদ্দিন সরকার চতুর্থবার হাসিনা সরকার যদি ২০১৪ সালের বালুর ট্রাক দ্বারা অঘোষিত গৃহ বন্দিত্ব ধরি তাহলে পাঁচবার হবে বন্দিত্ব জীবন এই বন্দিত্ব জীবনের রেকর্ডটিও বেগম জিয়ার দখলে!
👉ম্যাডাম থেকে গণতন্ত্রের ‘মা’ হতে পারার রেকর্ডটি বিশ্বে
একমাত্র বেগম জিয়ার দখলে.আজ আমরা গর্বিত,,,৷
👉হাজার কোটি সালাম জানাই আমাদের প্রিয় নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কে, দেশ ও বিদেশে সকল জিয়া প্রেমিক, ও সর্বস্তরে নেতা কর্মী আল্লাহ তুমি আমদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কে হেফাজত করুন ও সুস্থ রাখেন ও দীর্ঘায়ু দান করুন আমিন,,
#সংগ্রহীত
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন