প্রেমের শেষে যা হয়।
প্রেম করো?
- করতাম!
আর এখন?
- সময় নেই!
ছাড়লে কেন?
- ছেড়ে গেছে!
কারণ ছাড়াই?
- ভেবে দেখিনি!
আটকালে না?
- থাকতে চায় নি!
নতুন কেউ জুটেছিলো কি তার?
- হতে পারে!
নতুন কাউকে খোঁজ নি যে?
- প্রয়োজন হয় নি !
মনে পড়ে না তাকে?
- ভুলি নি তো!
সে যদি ফিরতে চায় ?
- আসতে পারে!
আবার ভালোবাসবে তবে?
- ভালোবাসার শেষ আছে নাকি!
তার মানে,,, দুজনের আবারো প্রেম হবে?
- আর কেন!
বাহ! তাকে ছাড়া ভালো আছো খুব?
- মন্দও নেই
জীবন শেষ দেখছি ?
- শেষ আর হলো কই!
এভাবে আর কতদিন?
- যতদিন যায়....
এখন কিসের অপেক্ষা করো?
- মৃত্যুর।
ছবিঃ সংগৃহীত
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন