পৃথিবীর শ্রেষ্ঠ প্রশ্ন উত্তর, যা কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ থাকবে।
◑বেয়াদবের জিহ্বা!
☞জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি?
◑নিরবতা!
☞পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন?
◑বাবার কাঁধে ছেলের লাশ!
☞পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত কি জানেন?
◑আপন মানুষ যখন বেঈমানী করে!
☞পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি?
◑গরিবের হক মারে যে!
☞পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ?
◑বাবার ভরসার হাত!
☞পৃথিবীতে অল্প সময়ে গলে যে বস্তু ?
◑মায়ের মন!
☞পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যাক্তিটি কে?
◑যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত!
☞পৃথিবীর সবচেয়ে সুন্দর মূহুর্ত কোনটা ?
◑সদ্য জন্ম নেয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি!
☞পৃথিবীর সবচেয়ে দামী জিনিস কি?
◑মেয়ের বিদায় বেলায় বাবার দোয়া!
☞পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যাক্তি কে?
◑যার নিজেকেও নিজের ভালো লাগেনা!
☞পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানা কোনটা?
◑সাড়ে তিন হাত মাটির ঘর!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন