Header Ads

Header ADS

বেচে থাকার অনুভব আজ হারিয়ে ফেলেছি।

রাতেই সব কাপড় গুছিয়ে রেখেছিলাম। বাসায় আর ভালোলাগতে ছিলো না, আর বাসায় পাগলামি করার জন্যেই অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছিলো আমায়। 

সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে গোসল করে নিলাম। আম্মু খেতে ডাকলো, না খেয়েই ওর কিছু শাড়ি ওর পড়া কিছু ড্রেস ব্যাগে ঢুকিয়েই বাসা থেকে না খেয়েই বের হয়ে গেলাম।
বাসা থেকে হেটেই গেলাম বাস কাউন্টারে, বাস ছাড়বে ১২ টার পর। বাস ছাড়ার আগে একটু স্মোক করতে গেলাম, আমি আগে থেকেই খেয়াল করেছিলাম, কেউ আমাকে ফলো করছিলো। যাইহোক পাত্তা না দিয়ে স্মোক করে বাসে উঠে বসলাম।

বাস ছেড়ে দেয়ার একটু পড়েই দেখি যে আমাকে ফলো করছিলো সে আমার পাশের সীটে বসেছে। আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলো। আমি কানে ইয়ারফোন লাগিয়ে লাগ শুনতে লাগলাম, কিছুক্ষন পরেই দেখি ঐ ভাইয়া, যে আমাকে ফলো করছিলো সে আমায় কি যেনো বলতেছিলো।

গান বন্ধ করে ইয়ার ফোন খুললাম।
ভাইঃ ক্যামন আছেন ভাইয়া? আমাকে চিনেছেন?
আমিঃ আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনলাম না ভাইয়া আপনাকে।
ভাইঃ আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি, আপু ক্যামন আছেন ভাইয়া? আপনাকে আর আপুকে অনেক ধন্যবাদ।
আমিঃ ভাইয়া, কে আপু? আর আমাকে ধন্যবাদই দিচ্ছেন বা ক্যান? চিনিনা আপনাকে।

ভাইঃ আপনি আর ঐ আপু আপনারা যখন শিড়ি ঘাটে যেতেন আপনারা সবসময় হাত ধরেই থাকতেন। আপনারা বাদাম খেতেন, ফুচকা খেতেন আপনি আপুকে খাওয়াই দিতেন, আপুও আপনাকে খাওয়াই দিতো। আবার মাঝে মাঝে বিকেলে দেখতাম আপনারা কোথায় যেনো যেতেন, তখনোও আপনারা দুজন হাত ধরেই থাকতেন। আবার রাতে হাটতেন আপনারা, মাঝে মাঝে একটা মহিলাকে দেখতাম, মনে হয় আপনার আম্মু, নাকি আপুর আম্মু? নাকি আপনাদের প্রেমের বডিগার্ড? 

আপনি যখন সিগারেট খেতেন তখনো দেখতাম আপুটা আপনার হাত ধরেই থাকতো, আপনারা অনেক দুষ্টামি করতেন। আপনাদের কখনো হাত ধরে ছাড়া দেখি নাই, এবার চিনেছেন ভাইয়া আমাকে?

আমিঃ না ভাইয়া, আমি আপনাকে চিনিনা, তবে যা যা বললেন সব তো মিলেই গেলো, আমি বাসা থেকে বের হওয়ার পড় থেকেই দেখছি আপনি আমাকে ফলো করতেছিলেন কিন্তু ক্যান ভাইয়া? আপনি আমাদের ফলো করতেন আগে কখনো কথা বলেন নি তো, তাই চিনিনা আপনাকে।

ভাইঃ আসলে ফলো না ভাইয়া, আমার একটা গফ ছিলো, আমাদের রিলেশন ছিলো প্রায় ২-৩ বছরের মতো।

আমিঃ থামেন ভাই, আমি জানতে চাইনি আপনি প্রেম করেছিলেন কিনা বা আপনার প্রেমিকা ছিলো কিনা।
আপনি আমকে ফলো করছেন ক্যান?

ভাইঃ সেটাই ভাইয়া, আমাদের ব্রেকআপ হয়, অনেক ডিপ্রেশনে ছিলাম, হুট করেই আপনাদের প্রেম দেখতাম আর ভাবতাম ভালোবাসা পাবার জন্য হয়তো সবার ভাগ্য থাকে না। আমি অনেকবার চেষ্টা করেছিলে রিলেশন ঠিক করার কিন্তু ও অন্য কারোও সাথে রিলেশনে ছিলো।

আমিঃ ও আচ্ছা, ব্রেকআপ হলো ক্যান? আর এসব কথা কাউকে বলতে নেই, আমাকে বলছেন ক্যান?

ভাইঃ আরে, ভাইয়া আপনার জন্যই তো আমি আজও বেচে আছি। একডিন "আইরিন" আমার গফ কে অনেক রিকুয়েষ্ট করে দেখা করতে বললাম, ও সেদিন রাজি হয়ে গেলো দেখা করার জন্য। ঐদিন আমরা যঝন দেখা করি তখন আপনারা, রাস্তায় হাটতেছিলেন হাত ধরে, আমি "আইরিন" কে বললাম দেখো এই ভাইয়া আর আপুকে, কি সুন্দর তারা কত্ত ভালোবাসে দেখো। আইরিন রাগে আমাকে বল্ল তোর এসব দেখার জন্য আমি আসি নাই কি বলবি বল আমি চলে যাবো।

ঠিক তখন দেখি আপনারা হাটতেছিলে আর আপনার পাশ দিয়ে যখন কোনো মেয়ে আসছিলো তখন আপুটা আপনাকে অন্য পাশে নিয়ে যায়, আবার আপুর পাশ দিয়ে যদি কোনো ছেলে আসতো আপনিও ঠিক একই কাজ করতেন।
হুট করে দেখলাম আপনি একটু ব্যাথা পেয়েছেন রিকশার সাথে আর আপুটা তখন নিজেই নিজেকে ব্যাথা দিলো। তখন আপনার আর আপুর চোখেই একটু একটু জল দেখতে পেলাম আমরা।
"আইরিন" এর দিকে তাকাতেই দেখি ও অবাক হয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে।

এরপর মাঝে মাঝে "আইরিন" আমার সাথে দেখা করতো আমি যখন বললাম আপনারা আমার সামনে ও জলদি চলে আসতো দেখা করার জন্য। ঐদিন কি নিয়ে যেনো আপনাদের ঝগড়া হচ্ছিলো, ঠিক বুঝলাম না, দেখি আপনি আপুকে বলতেছেন, ছেলেদের দিকে তাকাতে এতো ভাল্লাগে তোর?

আপু বল্ল তুই তাকাকি তো আমিও তাকাবো, বলেই আবার আপনার হাত ধরে হাটা শুরু করতেন।

আমিঃ আপনি এতো কিছু দেখেছেন? কাউকে লুকিয়ে দেখা কি ঠিক?

ভাইঃ আপনে থামেন, আমি বলতেছি, আপনি বললেন না আমাকে এসব বলছেন ক্যান, সেটার কথা আগে বলি।
একদিন দেখি আপনি আর আপু রিকশায় কোথায় যেনো যাচ্ছেন। আপনি ঘেমে যাচ্ছিলেম আপুটা টিস্যু নিয়ে আপনার ঘাম মুছে দিতো আবার ঐ টিস্যু দিয়েই আপুটা ঘাম মুছতেছিলো। আপনাদের এগুলা ভালোবাসা দেখে "আইরিন" ওই ছেলের সাথে সব শেষ করে আমার কাছে ফিরে আসে। তারপর আমাদের বিয়ে হয় এখন ওর পেটে বাচ্চা ৭ মাস। সত্যিই ভাই আপনাদের কারনে আজও আমার আইরিন আমার সাথে আছে৷ আপনাদের দেখেই "আইরিন" একদিন আমাকে বল্ল আমাকে বিয়ে করবে? আমিতো অবাক।
ও বল্ল ভালোবাসা সত্যুই অনেক কিছু, তাদের দেখেই বুঝেছি তুমিও আমাকে অনেক ভালোবাসো তাই তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে থকো।

আমিঃ ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ।❤️
বেচে থাকুক আপনাদের ভালোবাসা, তবে আপনার কথা শুনে আমার নিজেরই অনেক ভালো লাগছে ভাইয়া।

ভাইঃ আচ্ছা আপু আজ নেই? আপনাদের ও বিয়ে হয়ে গেছে তাইনা?

আমিঃ আপনি যখন আমাদের দেখতেম তার আগেই আমরা বিয়ে করেছিলাম।

ভাইঃ ও আমি তো ভেবেছিলাম আপনারা প্রেম করেন।
যাইহোক আপনারা বেবি নিয়েছেন কি?

আমিঃ না

ভাইঃ ক্যান ভাই, বেবি নিয়ে নেন ভালো হবে।

আমিঃ মনে মনে, কি বলবো  ভাষা খুজে পারচ্ছিনা।

ভাইঃ কি হলো ভাইয়া?

আমিঃ না ভাইয়া কিছুনা😊

ভাইঃ আপুদের বাসায় যাচ্ছেন?

আমিঃ না

ভাইঃ আপু কে আমার দিয়েন ভাইয়া, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দিয়েন।

আমিঃ আচ্ছা।

ভাইঃ কে কল করেছে আপু?

আমিঃ না, আমার মা।

ভাইঃ ও কথা বলেন, একটা কথা বলবো ভাইয়া?

আমিঃ কি?

ভাইঃ এটা আমার নাম্বার, একদিন আপনি আর আপু আমাদের বাসায় আসবেন।

আমিঃ চুপ

ভাইঃ কি হলো ভাই আসবেন না? চোখে জল ক্যান ভাই?
আমিঃ আরে না ভাইয়া।

ভাইঃ বলেন না আসবেন তো আমাদের বাসায়?

আমিঃ আসলে ও আমার প্রেমিকা না, আমার বউ ছিলো, আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম।

ভাইঃ করেছিলাম মানে?

আমিঃ না, কিছুনা।

ভাইঃ প্লিজ ভাই বলেন, আপনার চোখে জল ক্যান? তারপর কি হল?

আমিঃ ও আমাকে ফেলে চলে গেছে, আমরা আলাদা হয়ে গেছি ভাইয়া। আরোও মাস কয়েক আগেই।

ভাইঃ কি বলেন ভাইয়া, হায়রে দুনিয়া যাদের জন্য আমরা ভালোবাসা হারিয়েও আবার পেয়ে গেলাম, যাদের দেখে ভালোবাসা শিখলাম তারাই আলাদা।

আমিঃ থাক মন খারাপ করিয়েন না ভাই।

ভাইঃ আপুকে আর ফিরিয়ে আনা যায়না?

আমিঃ না

ভাইঃ ক্যান?

আমিঃ যারা চলে যায়, তারা ফেরার জন্য যায় না, সে এখন অন্য কাউকে ভালোবাসে। থাকুন আমি এখানেই নামবো। ভালো থাকবেন ভাইয়া। আর হ্যা আপুকে কখনো কষ্ট দিয়েন না।

ভাইঃ কান্নাজড়িত কন্ঠে আচ্ছা ভাই।🥺

বাস থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে আজ ক্যন যেনো কান্না থামাতে পারলাম না। ভাই সত্যিই বলেছিলো আমাদের দেখে তারা এক হয়েছিলো আর আমরাই আলাদা হলাম আজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.