রাতের চুমু আর শিশির ভেজা ঠোঁট, কানে নাহি বাজে ফিসফিস শব্দ।।
তুমি আর আমি, হ্যাঁ খুব ভালোই কেটে যাচ্ছে সময় তোমার সাথে। যখন আকাশের দিকে তাকিয়ে যখন ঐ সাদা ধোঁয়া উড়াই, তখন পাশে তুমি বসে থাকো।
যেভাবে আমার ধোঁয়া উড়ে সেভাবে তুমি পাশে বসে, সেভাবেই ফুসফুসের প্রতিটা ক্ষত হয়ে থাকো।
যখন খেতে বসি তুমি? হ্যাঁ তুমিও আমার সাথেই বসে খাচ্ছ। যখন খাবার পড় একটু আঁধারে হারাতে যাই, তখনো তুমি আমার পাশে থাকো, আমার হারিয়ে যাওয়া দেখো আর মুচকি একটা হাসি দাও।
যখন নিকোটিনে তোমাকে পোড়াই তখনো তুমি পাশে বসে থাকো, তুমিও আবার ধোঁয়া হয়ে উড়ে যাও। আবার নিকোটিনে যখন ব্যাস্ত হই তখন তুমি পাশে বসে আমার দিকে তাকিয়ে থাকো আমিও মুগ্ধ হয়ে তোমার দিকে তাকায়ে থাকি, এ যে আমার প্রিয় মুখ, এ যে আমার বুকের বা-পাশ, যেখানে তোমার বসবাস।
যখন ঐ আকাশের দিকে তাকাই দেখি সেখানেও তুমি আমার জন্যে অপেক্ষা করছো, যখন আমার চোখে জল আসে তখন তুমি হও মেঘলা, আবার যখন জল ঝড়ে তখন তুমি বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও, ভিজিয়ে দাও আমাকে, যার কারনে আমার চোখের জল শুধু তুমিই দেখতে পাও।
তুমি যখন সবসময় পাশে থাকো, মাঝে মাঝে অভিমান ভুলে গিয়ে বলি "ভালোবাসি"। আমি যে শুধুই তোমার, আমার বুকের বা-পাশ। তখন তুমি কিছুই বলো না শুধু চুপ করে থাকো।
রাতে যখন ঘুমাতে যাই, তখন তুমি আমার পাশে ঘুমাও, হটাত ঘুম ভাঙলে তোমায় একটা চুমু খেতে যাই, তোমায় একটু ছুঁতে চাই কিন্তু তুমি? হারিয়ে যাও।
আঁধারে তোমায় দেখতে পারি কিন্তু ছুয়ে দেখতে গেলেই তুমি নাই।
আমার আলোতে তোমায় একটু দেখার অপেক্ষায় থাকি, কিন্তু আলো বড় খারাপ তোমায় দেখতেও দেয়না, তাইতো অন্ধকার এতো ভালো লাগে।
তোমার সাথে রোজ কথা হয়,
তোমার ছবির সাথে কথা হয়, আর দেখা হয় অন্ধকারে। এ ক্যামন তুমি? চলে গেলে ঠিকিই অথচ কল্পনা হয়ে রয়ে গেছো আমার প্রতিটা সময় জুড়ে।
যখন আকাশের চাঁদ দেখি তুমি আমার সাথে দাঁড়িয়ে থাকো, আমি আর তখন চাঁদ দেখতে পারিনা বারবার তোমার দিকে তাকি তুমিই তো আমার চাঁদ অবাক হয়ে তাকিয়ে থাকি। ছুঁতে গেলেই তোমাকে হারিয়ে ফেলি।
তাই ইদানিং তোমাকে শুধু পাশে রেখে দেখিই ছোঁয়ার চেষ্টা করি না, তুমি হারিয়ে যাবে বলে।
আমি জানি আমি তোমার, কিন্তু তুমি যে আমার না সেটাও বুঝি, তবুও কল্পনায় তোমার রাখি, তোমায় আঁকি, তোমার সাথে কথা বলি যা শুধুই কল্পনা বাস্তবে সম্ভব না।
তুমি আমার না পাওয়া মানুষ, তোমাকে আমি আজো প্রাক্তন মনে করিনা, প্রেম করলে প্রাক্তন হয় কিন্তু আমি তো প্রেম করিনি, আমি ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি তাই তুমি আমার প্রাক্তন নও।
তোমায় পাওয়ার পরেও হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আর তোমাকে হারানোর ভয় করিনা কারন কল্পনায় তো রোজ কথা হয়, দেখা হয় তোমার সাথে।
ভালো থেকো প্রিয় তাকে নিয়ে, যার জন্যে খুব ভালোবাসি বলেও দূরে চলে গেলে, অন্য কারোও হয়ে গেলা।
আমার তুমি কল্পনায় সীমাবদ্ধ, বাস্তবে তুমি আমার না।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন