Header Ads

Header ADS

বাস্তবে নয়, অনুভবেই বেচে থাকতে চাই। (কষ্ট)

আসলে আপনাকে কিছু বলার মতো ভাষা আমার কাছে নাই।
কি বলবো? আসলে
কাউকে সত্যিকার অর্থে কেউ কাউকে ভালোবাসলে যে কতটা কষ্ট হয়,

এটা আসলে ভালো না বাসলে কেউ বুঝতে পারবে না।

আমি আমার নিজের জীবনকে না যতটা ভালোবাসতাম তার থেকে অনেক বেশী ভালোবেসেছিলাম আপনাকে।

জীবনের পথে শুরুটা আমার, আপনাকে দিয়েই হয়েছিল। ভালোবাসাটা না আপনার কাছেই শিখেছিলাম, কিভাবে ভালোবাসতে হয় সেটাও আপনিই শিখিয়েছিলেন।
আসলে কষ্টটা কি জানেন? যার জন্য আমার জীবনটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল, তারেই আমি পাইলাম না, হারাইলাম সে অন্য কারোও হয়ে গেলো।

আমি আপনাকে ছাড়া থাকবো ক্যামনে? অনেক কষ্ট হইবো আমার আপনাকে ছাড়া থাকতে।

আসলে খুব বেশী কাছে পেয়েছিলাম তো আপনাকে তাই কখনো ভাবিও নাই আপনি এমন, আমি কখনো ভাবিও না আপনি নিজের ভোগের জন্য আমারে ছাইড়া দিবে, আমি কল্পনাও করতে পারিনাই।

যার জন্য আমি বাচতে শিখেছিলাম, সেই আমাকে হাজার বার মরার অনূপেরনা দিয়ে গেলো!

আসলে কি জানেন?
আমি আপনাকে বেশী ভালোবাইসা ফেলছিলাম যে আপনি আমাকে পুতুলের মতো নাচিয়েছেন যা আমি কখনো বুঝতেও পারি নাই।

ভালো থাইকেন আপনি! আমি ভালো থাকতে পারুম না, আপনার মত আমি হইতে পারুম না।

আসলে কি জানেন?
আপনাকে আমি এখনও চিনতে পারি নাই, আপনি আসলে কি?
কেউ কাউকে এতটা কষ্ট দিতে পারে, সেটাও আজ আপনার কাছেই শিখেছি।

আপনি আমারে কইতেম আমারে কোনোদিন ছাইড়া যাবেন না, তাইলে আজ অন্য কাউকে পাইয়া আমারে ছাইড়া দিলেন ক্যান?

আসলে আজ বুঝতে পারি, আপনি আমারে কখনো ভালোবাসেন নাই, সব মিথ্যা ছিল! তাও আপনাকে ক্যান ভুলতে পারিনা।

আমি ক্যামনে থাকুম আপনাকে ছাড়া, আমার অনেক কষ্ট হইবো, না আমার কোনো কষ্ট নাই, আমি থাকতে পারুম না আপনাকে ছাড়া।

আপনাকে নিয়ে কল্পনায় বেচে থাকতে চাই।

ভালো থাইকেন আপনে।💔

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.