Header Ads

Header ADS

আমিও স্বার্থপর ছিলাম (রোমাঞ্চকর গল্প)

স্বার্থপর শুধু তুমিই ছিলে না অনেকটা আমিও ছিলাম। রাতে ঘুমানোর আগে যখন বুকের বা-পাশে মাথা রেখে আমার দিকে তাকায়ে থাকতে,আমি শুধু অপলক দৃষ্টিতে তোমার দিকে মুগ্ধ হয়ে তাকায়ে থাকতাম।
তোমায় যখন বলতাম আমাকে ছেড়ে কখনো যেওনা প্লিজ তুমি কি বলতে? তুমি বলতে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমি ছাড়া তোমার আর কেউ নেই।
সারাজীবন আমার সাথেই কাটাতে চাও।

যখন তুমি রান্না করতে আমি পিছ থেকে জড়িয়ে ধরে তোমার সাথে দুষ্টামি করতাম, তুমি শুধু বলতে আমি এতো দুষ্ট ক্যান, আমি বলতাম আমাকে দুষ্ট তো বানিয়েছো তুমি, তোমার সাথে দুষ্টামি করতে আমার ভালো লাগে আমি কি করবো বল? যখন দুষ্টামি বেশীই করতাম তুমি বলতে হয়েছে এখন প্লিজ রান্না খারাপ হলে আবার তুমিই খেতে পারবে না। ভালোই হবে আমি দুষ্টামি করা বাদ দিব না। যা পারো কর যাও।😊

আমাদের যেদিন শেষ দেখা হয়, তুমি যেদিন চলে গেলে তার কিছুদিন আগেই আমি বুঝেছিলাম কিছু একটা হবে। সেদিন তোমায় পায়ে ধরেছিলাম, প্লিজ আমাকে ফেলে চলে যেওনা, আমি মরে যাবো তোমাকে ছাড়া, আমি বাচতে পারবো না তোমাকে ছাড়া। তুমি চলে গেলে যে আমি মরে যাব আমি শেষ হয়ে যাবো।
তবুও তুমি চলে গেলে সেদিন, যাওয়ার আগে বলেছিলে কিছুদিন পরেই আবার চলে আসবে।

সেই যে গেলে কত মাস হয়ে গেলো আর তুমি ফিরলে না, তুমি যেমন তোমার কথা রাখতে না পেরে চলে গেলে, ঠিক তেমনি আমিও তো তোমায় বলেছিলাম তোমায় ছাড়া থাকতে পারবো না, মরে যাবো ইস আজ দেখো আমিও তোমার মত কথা রাখতে পারিনি, আমি দিব্বি বেচে আছি তোমাকে ছাড়া।

আচ্ছা তুমি না হয় তোমার কথা রাখতে পারো নি, আমিও না হয় আজ কথা রখতে পারিনি তোমাকে ছেড়েই বেচেই আছি। তাহলে মিথ্যা তুমিও বলেছিলে আমিও বলেছিলাম, আমার কথা যদি মিথ্যা নাই হতো তাহলে আজ তোমাকে ছাড়া বেচে আছি ক্যান?

আমরা না হয় মিথ্যাবাদী ছিলাম, কিন্তু ভালোবাসা? সেটাতো সত্যিই ছিল।

যেখানে আজ আমাদের কোলজুড়ে ছোট্ট একটা নিষ্পাপ শিশুর খেলার কথা ছিল, কিন্তু সেইটা আর সত্য হয়ে ঊঠেনি, আজ স্মৃতিরাই আমাকে নিয়ে খেলছে।

আমরা না হয় কথা রাখতে পারিনি, কিন্তু ঈশ্বরের কাছে কি ছিলনা সেই ক্ষমতা?

তোমাকে শুধুই আমার আর আমাকে শুধুই তোমার করেই রেখে দেবার ক্ষমতা কি ঈশ্বরের ছিলনা?
ঈশ্বর তো সব করতে পারেন, আমরা মানুষ কথা দিয়ে কথা না রেখে চলে যেতে পারি কিন্তু ঈশ্বর? 
তার তো অনেক ক্ষমতা তাহলে ক্যান সে তোমাকে আমার করে দেবার ক্ষমতা থাকার পরেও কেড়ে নিলো তোমাকে?

শুনেছি বিবাহ-বিচ্ছেদ নাকি ঈশ্বর নিজেও পছন্দ করেন না তাহলে? ক্যান আমাদের ভাগ্যে বিয়ে রেখেছিলো আবার ক্যানই বা বিবাহ-বিচ্ছেদ করে দিল?
সেইটা আমার জানা নেই।

তবে একটা কথা খুব জানার ইচ্ছা, তোমাকে আমার করে দেবার ক্ষমতা ঈশ্বরের থাকার পরেও ক্যান আমার  কাছ থেকে তোমায় কেড়ে নিলো?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.