দুঃখ হাসির রোমান্টিক কবিতা।
এখনো তুমি?☺️
বড্ড রাগী।
হাসছো কখনো?🤓
মাঝে মাঝে খুব করে।😕
মন খারাপ হয় বুঝি?😒
সবসময় ই।
জানতে পারি?
থাক না এখন।
বলছো তবে? 🤔
মিথ্যে কি আর।
ছাড়ো তবে,🙄
জানতে চাও কি আর?
অনেক কিছুই
বলছি তবে
কাঁদতে জানো?
পায় না যে
মাঝে মাঝে?
খুব করে।🤗
বারি ভীষণ?
গ্রীষ্ম তখন।
দুচোখ কেন?☺️
হয় ই তো এমন।
আবার কবে??
বুঝছি না যে!!
থাক চাইছো না যখন😓
কথা হবে??
হুম,বলবে তখন??
ইচ্ছে নাই আর।
আজকে তবে?
ভুল করে।
কষ্ট পেলাম,☺️😫
এখন কেন??
ভুল বুঝেছি
সময় তো নেই।
নতুন করে??
চাইনা আমি।
তবে কি আর!😮
বলবে কি ছু??
ফিরতে চাইছি,
পারছি না যে।
নতুন কেউ??
ভাবতে পারিনি।☹️
তবে কেন??
স্মৃতির আরাল।
এখনো মনে পড়ে??
ভুলিনা যে।🙁
বড্ড বেশি,
আবেগি ছিলাম।
এখন তবে??
বুঝতে শিখেছি।
বিশ্বাস রাখো।
হয়না আর।😔
ভুলে যাবে?
কথা ছিলো না।
ভালো বাসো??
অতীত সেতো।😌
আমিও ভীষণ
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন