জেনে নিন facebook সম্পর্কে ইসলাম কি বলে।
অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী
ভুল পথে যাচ্ছে FACEBOOK সম্পর্কে
কিছু মূল্যবান কথা।
আগামী ৯০ বছর পর অধিকাংশ Facebook Use কারী মৃত থাকবে,
শুধু থাকবে তাদের কর্ম ( যা সে পোষ্ট করেছিল )
যারা মানুষকে Love story, অশ্লীল ও বেহায়াপনা
মেয়েদের ছবি upload করেছে সেটার শাস্তি তারা
জাহান্নামে পাবে। আর যারা ফেসবুকে আল্লাহর
বাণী ও ইসলাম প্রচারের মাধ্যম বানিয়েছে,
তাদের পুরষ্কার আল্লাহ দিবেন। ইত্যাদি আরো
অনেক বিষয় আছে...... তাই, এখনও সময় আছে,
দয়া করে কেউ ফেসবুকের অপব্যবহার( ইসলামে
যে কাজগুলো নিষিদ্ধ ) তা করবেন না।
কারন, আপনার আমার মৃত্যু যে কোনো সময়
হতে পারে। যদি আপনি ফেসবুকে খারাপ কিছু
পোস্ট করেন,সেই খারাপ পোস্ট কিয়ামতের পর্যন্ত
যতজন দেখবে বা পড়বে,ততজনের গুনাহ'র অংশ
আপনার উপরও বর্তাবে। আর আপনি যদি
কুরআন ও হাদিসের কথা পোস্ট করেন, সেই পোস্ট
কিয়ামতের দিন পর্যন্ত যতজন দেখবে বা পড়বে,
তা অনুযায়ী আমল করবে, ততজনের সওয়াবের
অংশও আপনি পাবেন। ইন শা' আল্লাহ !
এখন আপনিই ভাবুন, গুনাহগার হতে চান
নাকি আল্লাহ'র প্রিয় বান্দা হতে চান......?
ফেসবুক ভার্চুয়াল দুনিয়া হলেও, এর হিসাব
দিতে হবে। কারন এতে আপনি বাস্তব
জীবনের সময়কেই নষ্ট করছেন। So be
carefull, Allah is powerful. আর সব
সময় একটা কথা মনে রাখবেন আল্লাহ
কিন্তু আপনাকে দেখছে
আল্লাহ আমাদের সবাইকে ফেসবুককে ইসলাম
প্রচারের মাধ্যম হিসেবে কবুল করে নিন।
#আমিন
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন