Header Ads

Header ADS

জেনে নিন কি ভাবে কথা বললে মানুষ আমাকে দাম দিবে?

(অকারনে কথা বলবেন না)

  • কখনো কাউকে নিজের থেকে অযাচিত উপদেশ দিতে যাবেন না। যদি কেউ আপনার কাছে পরামর্শ চায় তাহলে প্রয়োজনের থেকেও কম পরামর্শ দিন। মনে রাখবেন অন্যকে পরামর্শ দেওয়া খুব সহজ কিন্তু সেই পরামর্শ বাস্তবায়িত করা খুবই শক্ত।

  • সবসবময় চেষ্টা করুন তথ্যসহকারে নিজের বক্তব্য স্থাপন করতে।

  • অন্যের বক্তব্য সম্পূর্ণ হতে দিন। অন্যের কথার মাঝে থামাবেন না। অন্যের কথা সম্পূর্ণ হলেই আপনার উপকারী পরামর্শ প্রকাশ করুন।

  • আপনার কথার গতি মাঝারি রকমের হলে ভালো হয়। দ্রুত অথবা খুব ধীরগতিতে কথা শুনতে কেউ পছন্দ করেনা।

  • রাজনৈতিক বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকুন। রাজনৈতিক বক্তব্যে আপনি সর্বদা বন্ধু হারাবেন এবং আপনি পক্ষপাত দুষ্ট দোষী হয়ে যাবেন। সে আপনি যতই তথ্যসহকারে আপনার বক্তব্য প্রকাশ করুন না কেন!

  • যখনই আপনাকে কেউ নিজের মতামত শোনাতে চাইবে আপনি গুরুত্বসহকারে তার মতামত শুনবেন; সে ব্যক্তি যতই গুরুত্বহীন হোক না কেন।

  • নিজের কথা দীর্ঘায়িত করবেন না। যদি সম্ভব হয় একটানা নিজের বক্তব্য প্রকাশ না করে অন্যকেও বলতে সুযোগ দিন। একটানা 15 মিনিটের বেশি কথা না বলাই ভালো।

  • ধর্ম, অন্যের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সম্পর্ক এবং অন্যের পারিবারিক বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন।

  • অন্যের বক্তব্য পছন্দ না হলেও বিরক্তি প্রকাশ করবেন না।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.