একজন বিসিএস ক্যাডার নাকি একজন ভালো প্রোগ্রামার, কার ভবিষ্যৎ ভালো? A BCS cadre or a good programmer, whose future is better?
ভালো প্রোগ্রামার বলতে কেমন ভালো?? World Class?? তাহলে Tech Giant Companies like Google,Microsoft,Amazon,Facebook,Netflix ইত্যাদিতে জব করলে পারলে World class লাইফ পাবেন,যেটা অবশ্যই বিসিএস ক্যাডারে পাবেন না(Except পররাষ্ট্র ক্যাডার) সাথে প্রচুর অর্থ । আর বাংলাদেশেও অনেক সফটওয়্যার কোম্পানি যেমন Samsung,Orbitax,TigerIT,Enosis, ইত্যাদিতে জব করতে পারেন, অথবা নিজেই ফ্রিল্যান্সিং করতে পারেন। প্রাইভেট কোম্পানিতে জব চ্যালেন্জিং কারন প্রচুর আপডেট থাকতে হয়(প্রজেক্ট নিয়ে/টেকনোলজি নিয়ে) ।
আর বিসিএস ক্যাডার হলে অবশ্যই যেটা বেশি পাবেন সেটা সম্মান। কারন অনেক বেশি মানুষের সাথে মিশবেন। বাংলাদেশেে বিসিএস ক্যাডারদের সম্মান নিঃসন্দেহে অনেক বেশি। কারন বিসিএস বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং প্রচুর পরিশ্রমী ও মেধাবিরাই বিসিএস ক্যাডার হন। সিকিউর জব, ডিসেন্ট স্যালারি, সম্মান, প্রভাব সব মিলিয়ে বিসিএস ক্যাডার অবশ্যই অনেকের প্রথম চয়েস।
তবে কথা একটাই, প্যাশন যেদিকে টানে সেদিকে গেলে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে আশা করা যায়।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন