জেনে নিন ছেলেরা মধ্য বয়সী নারীদের প্রতি আগ্রহী কেন? Find out why boys are interested in middle-aged women?
ছেলেরা মধ্য বয়সী নারীদের প্রতি আগ্রহী বেশী থাকে। কারণ মধ্য বয়সী নারীদের মধ্যে পরিপক্বতা - মাতৃভাব বেশী থাকে এবং পেছনে ছেলেদের সংখ্যা কম থাকে।
অল্প বয়সী মেয়েদের পেছনে ছেলেদের সংখ্যা বেশ থাকে।
অল্প বয়সী মেয়েরা সাধারণত ন্যাকা, বোকা, অবুঝ এবং লবঙ্গ লতার মত হয়ে থাকে। তাই তাঁদের পেছনে বেশী শ্রম দিতে হয়। কিন্তু মধ্য বয়সী নারীরা বুঝদার, বুদ্ধিমতী হন। আবেগের মাত্রা তুলনামূলক অনেক কম থাকে এবং যুক্তিবোধ বেশী থাকে। ফলে তাঁদের পেছনে অনেক বেশী শ্রম দিতে হয় না। তাঁদের প্রতি মনোযোগ, সময় না দিলেও তাঁরা এর কারণ সহজেই বুঝে যান। কম বয়েসী মেয়েদের মত তর্ক, ঝগড়া, অভিমান, নাটক করে পরিস্থিতি ঘোলাটে করেন না। এই সব কারণে ছেলেরা মধ্য বয়সী নারীদের প্রতি আগ্রহী হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন