কওমি আলেমরা কেন ডা. জাকির নায়েককে পছন্দ করে না?
জাকির নায়েক একটি মারাত্মক বক্তব্য রেখেছেন যা ইসলামের জন্য আত্মঘাতি হতে পারে।এজন্য দেওবন্দ/কওমি আলেম জাকির নায়েককে পছন্দ করে না।
জাকির নায়েককে একবার প্রশ্ন করা হয়েছিল পুরুষরা জান্নাতে ৭২ হুর পাবে নারীরা কি পাবে?
উত্তরে জাকির নায়েক বলেছেন হুর শব্দের অর্থ সঙ্গী।হুর পুরুষ হতে পারে আবার নারী।অর্থাৎ জাকির নায়েক তার পুরো বক্তব্যে বুঝিয়েছেন জান্নাতে নারীরা ৭২ জন পুরুষ হুর পাবে।সেটি দেওবন্দিরা মেনে নেয় নি।
আরও অনেক বিষয়ে দেওবন্দিরা জাকির নায়েকের সঙ্গে একমত নয়।তারা ২০০৭ থেকে জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক ফতোয়া দেয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন