মেয়েরা কেনো লম্বা ছেলে পছন্দ করে? || Why do girls like tall boys?
লম্বা ছেলেদের দেখতে বেশ ম্যানলি আর হ্যান্ডসাম লাগে। প্রাকৃতিক ভাবেই পুরুষদের সাধারণ বৈশিষ্ট্য তারা নারীর চেয়ে লম্বা হয়। কাজেই যে ছেলে দেখতে যত লম্বা নারীদের কাছে তাকে তত পুরুষালী লাগে।
যে কোন ধরনের পোশাক লম্বা মানুষের দেহে মানিয়ে যায়। তাদের দৈহিক গড়নে একটা শক্তিশালী দর্শন থাকে যার ছায়াতলে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে।
আমি জানি অনেক বেঁটে ছেলেরাই এই কারনে মেয়েদের উপর নাখোশ, কিন্তু এতে বেঁটে ছেলেদের মনে কষ্ট পাওয়ার কোন কারন দেখিনা। ছেলেরা যেমন বড় সুডৌল দুই স্তন এবং চওড়া ভরাট পাছা, লম্বা চুল এসব কে শারীরিক ভাবে পরিপূর্ণ নারীর বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করে তেমনি মেয়েরাও পুরুষের লম্বা হওয়া কে আকর্ষনীয় পুরুষালী শারীরিক বৈশিষ্ট্য হিসেবে দেখে। কাটাকাটি !

Why do girls like tall guys?
Some women prefer tall guys because the height difference makes them feel protected and safe. Women often prefer tall guys because they're portrayed as masculine in the media. Tall women will often go after tall guys because they feel comfortable when their partner is similar to them.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন