Header Ads

Header ADS

এইচটিএমএল শেখা কেন প্রয়োজন?



এই ছবিটি দেখলে সহজে বুঝা যায় একটি ওয়েবসাইটে HTML, CSS এবং JavaScript এর কাজ কি এবং কেন লাগে?


HTML : এইচটিএমএল সাধারণত একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে, জাস্ট লাইক আমাদের কঙ্কাল

CSS : সিএসএস ভিজুয়াল লুক এর জন্য ব্যবহার করা হয়, সহজ ভাষায় বলতে গেলে ওয়েবসাইটের সৌন্দর্য বাড়াতে, কালারফুল করতে, ইত্যাদি কাজে সিএসএস ব্যবহার করা হয়।

JavaScript : জাভাস্ক্রিপ্ট মূলত ওয়েবসাইট যে কাজগুলো করে, যেমন: ইউজার থেকে ক্লায়েন্ট পর্যন্ত যে কাজগুলো করবে তা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করা হয়। আরো কিছু এডভান্স স্টাইলিং এর কাজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয় যেটা সিএসএস দ্বারা সম্ভব না।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.