Header Ads

Header ADS

আপনার আইডিয়া কিভাবে ব্যবসায় বাস্তবায়ন করবেন, ১০ টি সেরা টিপস || How to implement your idea in business, 10 best tips.

আইডিয়া হচ্ছে ব্যবসা শুরু করার একটি বীজ মাত্র, আমাদের চোখের সামনে আমরা যত সফল ব্যবসা দেখতে পারি সব কিছুই শুরু হয়েছে একটি আইডিয়া দিয়ে।

ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, গুগল, এইচপি, মাইক্রোসফট, নেসলে, কোকাকোলা, বিকাশ এবং প্রথম আলো ইত্যাদি যত সফল কোম্পানি আছে সে সমস্ত কোম্পানি শুরু হয়েছিল আইডিয়া দিয়ে।

একটি বাস্তব সম্মত আইডিয়া একটি ভালো ব্যবসা শুরু করার জন্য ৮০% ভূমিকা পালন করে থাকে কারণ আইডিয়াটা হচ্ছে আপনার একটি স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি লেগে পড়ে উঠে যাবেন এবং যা আপনাকে ঘুমাতে দেবেনা।

একটি আইডিয়াকে সকল ব্যবসায় রূপান্তর করতে হলে আপনাকে কিছু ধাপ অবলম্বন করতেই হবে যার কোন বিকল্প নেই, সেই ধাপগুলো আমি এখানে ছোট আকারে আলোচনা করছি।



১. বিজনেস প্ল্যান: আপনার আইডিয়াকে যদি ব্যবসায় রূপান্তর করতে চান তাহলে অবশ্যই একটি বিজনেস পরিকল্পনা করতে হবে অর্থাৎ

  • কাস্টমার কি চাচ্ছে?
  • কাস্টমার কে?
  • কাস্টমারের জন্য কেমন প্রোডাক্ট তৈরি করব?
  • প্রোডাক্ট এর দাম কি থাকবে?
  • কোথায় বিক্রি করব?

          ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে।

          ২. ধারণা শেয়ার করা: আপনি কি ধারণা তৈরি করছেন সে ধারণাটি বিভিন্ন গ্রুপ, পরিবার এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করতে হবে। আপনার আইডিয়াটি আসলেই কার্যকর হবে কিনা সেটিকে শেয়ার করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পণ্য এবং সেবা তৈরি করতে পারবেন।

          ৩. একটি মেন্টর নির্বাচন করতে হবে: একটি কথা আপনাকে বিশ্বাস করতেই হবে সেটি হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রির ডোমেইন এক্সপার্ট এর কাছ থেকে আপনার কিছু গাইডলাইন নিতেই হবে।

          ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন এর উপরে ইনোভেটিভ একটি টুলস এর বিজনেস চালু করতে চাচ্ছেন এর ডোমেন এক্সপার্ট অর্থাৎ এই বিষয় সর্ম্পকে যিনি সব থেকে ভালো বোঝেন তার কাছ থেকে কিছুটা গাইড লাইন নিতে হবে আপনাকে।

          এবং অবশ্যই যেহেতু আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে চাচ্ছেন তাই বিজনেস ট্রেইনারের সাহায্য অবশ্যই নিতে হবে তিনি আপনাকে প্রফেশনাল ভাবে সাহায্য করবে কিভাবে আপনার আইডিয়া কে বাস্তবায়ন করতে হয়।

          ৪. বাজার সম্পর্কে বোঝা: আপনার কাছে যে আইডিয়াটি আছে এটি আসলে আপনি কোন মার্কেটে ফিট করতে চাচ্ছেন? বাজার বিভিন্ন প্রকারের হয় যেমন:

          •  অনেকে সস্তা পণ্য কিনতে চায়।
          • অনেকে দাম বেশি দিতে চায় এবং কোয়ালিটি অনেক ভাল পেতে চায়।
          • অনেকের দাম কম দিতে চায় কিন্তু পণ্যের গুণাগুণ অনেক ভালো চায়।

          ইত্যাদি বিভিন্ন প্রকার বাজার আছে সেই বাজারগুলো সম্পর্কে আপনাকে অবগত হতে হবে।

          ৫. নেটওয়ার্কিং: আইডিয়া টিকে ব্যবসা রূপান্তর করতে হলে অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং ভালো জানতে হবে এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি অনেক কাস্টমার এবং সাপ্লাইয়ারের খোঁজ পেয়ে যাবেন।

          ৬. ট্রেড শো: বর্তমান খুব জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ট্রেড শো এটা অনেক ভালো নেটওয়ার্কিং এর মত কাজ করে আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে হলে আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী ট্রেড শোগুলোতে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে।

          ৭. ভালো টিম মেম্বার তৈরি করা: একটি ভাল টিম মেম্বার ছাড়া আপনি কোন ভাবে আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না, তাই একটি টিম তৈরি করতে হবে।

          বর্তমান টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে একটি ব্যবসাকে শুরু করার জন্য অবশ্যই একটি টেকনোলজি টিম থাকতে হবে এবং একটি বিজনেস টিম থাকতেই হবে।

          ৮. ডিজিটাল প্ল্যাটফর্ম এর ব্যবহার: সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি আপনার আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন অল্প কিছু টাকা খরচ করার মাধ্যমে, তাই এর ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি বিষয় টাকে একটু জটিল মনে হয় তাহলে তৃতীয় পক্ষকে এই সমস্ত কাজগুলো হস্তান্তর করে দিতে হবে প্রথমদিকে।

          ৯. নিয়মিত প্রশিক্ষণ: আপনাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে কীভাবে আপনার আইডিয়া টিকে আরো আধুনিকভাবে এবং সুশৃংখলভাবে ব্যবসায় রূপান্তর করতে হয় তাই আপনাকে এবং আপনার টিমকে নিয়মিত প্রশিক্ষণ নিতেই হবে।

          ১০. ফ্রী সম্পদের ব্যবহার: আপনার বিজনেসকে যদি আপনি অনলাইনে শুরু করতে চান তাহলে সেখানে বেশ কিছু ফ্রি সম্পদ পাওয়া যাবে, যেগুলোকে ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাকে কিছু ট্রেনিং নিতে হবে এবং যারা এই বিষয়ে একটু অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে নিতে হবে।

          এছাড়া আরো কিছু ব্যাপার আছে যেমন আপনার আইডিয়াটি যদি একটি ইউনিক আইডিয়া হয় অর্থাৎ আপনি এমন একটি সমাধান নিয়ে আসতেছেন যে সমাধানটি এর আগে কেউ সেভাবে নিয়ে আসেনি তাহলে হয়তোবা আপনাকে কো-ফাউন্ডার যুক্ত করতে হতে পারে কারণ

          বাজার অনেক বড় কিন্তু আপনাদের টিম অনেক ছোট তাই টিমকে বড় রাখতে হবে এবং বড়বাজার কে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে হবে।

          কোন মন্তব্য নেই

          Blogger দ্বারা পরিচালিত.